বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বড় দুই দলের প্রচারণায় সরগরম অলিগলি

প্রতিদিন ডেস্ক

বড় দুই দলের প্রচারণায় সরগরম অলিগলি

পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও সমর্থকদের তত্পরতা ততই বাড়ছে। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। বিশেষ করে বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে প্রধানবিরোধী দল বিএনপির প্রচার-প্রচারণায় সরগরম পৌরসভার অলিগলি। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা। তুলে ধরছেন অতীতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : জেলার ১০ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন নির্ঘুম প্রচারণায়। চায়ের দোকানসহ অলিগলিতে চলছে ব্যাপক আলোচনা। আওয়ামী লীগ ও বিএনপি সর্মথিত প্রার্থীদের জয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন দল দুটির কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। ছুটে যাচ্ছেন সাধারণ ভোটারদের মাঝে। তুলে ধরছেন সরকারের পক্ষে-বিপক্ষে ছাড়াও প্রার্থীর যোগ্যতা ও ব্যক্তি ইমেজ। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মাঠে আছেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা মীর নাছির উদ্দিন, গোলাম আকবর খোন্দকার, বেলাল আহম্মেদ, শামীমুল ইসলাম শামীম, উত্তর জেলার নেতা আসলাম চৌধুরী, এমএ হালিম, নূর আহম্মদ, হাসান মো. জসিম, দক্ষিণের জাফরুল ইসলাম চৌধুরী, এনামুল হক প্রমুখ। আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন,কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলার নেতা নুরুল আলম চৌধুরী, মোসলেম উদ্দিন আহম্মেদ, এমএ সালাম, মফিজুর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক, যুবলীগ নেতা রাশেদ খান মেনন। আজ দল দুটির আরও কেন্দ্রীয় নেতা প্রচারণায় মাঠে নামবেন বলে জানা গেছে। বরিশাল : বিভাগের ১৬ পৌরসভায় দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করেতে মাঠে নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রচার দলের প্রধান দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের নেতৃত্বে ১৮ ডিসেম্বর থেকে প্রচারণায় মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা ও জনপ্রতিনিধিরা। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা থেকে প্রচারণ শুরু করেন আফজাল হোসেন। ১৯ ডিসেম্বর থেকে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপির কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এছাড়া প্রচারমাঠে রয়েছেন, বিএনপির বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য কেন্দ্রীয় মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ ীয় কমিটির সদস্য সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মোশাররফ হোসেন মঙ্গু, কেন্দ্রীয় নেতা হাফিজ ইব্রাহীম, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। নোয়াখালী : চৌমুহনী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুনের পক্ষে গতকাল বিকালে গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান। এর আগে তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ও ফেনীর দাগনভূঞা পৌরসভায় দলীয় নেতাকর্মী নিয়ে সাধারণ ভোটারদের কাছে যান। এ সময় বিএনপির কেন্দ ীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম, স্থানীয় নেতা রশিদ আজাদ, মাহবুব আলমীগর আলো, বাবু কামাক্ষা চন্দ  দাস প্রমুখ। লামা : বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থনে গতকাল গণসংযোগে যোগ দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী লামায় পৌঁছান। এ সময় বান্দরবান জেলা ও লামা উপজেলার বিএনপির নেতারা লামা বাসস্টেশনে তাকে ফুল দিয়ে বরণ করেন। দুপুরে লামা বাজার জনসংযোগ শেষে দলীয় নেতা-কর্মীর সঙ্গে মতবিনিময় করেন রুহুল আলম চৌধুরী।

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই। গতকাল সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাঈম ইউছুফ সেইন নৌকা মার্কা নিয়ে গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ইউছুফ জামিল বাবু, অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, আহম্মেদ উল্যাহ প্রমুখ আওয়ামী লীগ নেতা। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী কে এম আই খলিল ধানের শীষ মার্কা নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতা শাহজান চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তার।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রার্থী আলহাজ নাসির উদ্দিনের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন শত শত নেতা-কর্মী।  প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ূন, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, রূপগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মজিবুর রহমান মোল্লা, জাসাসের সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, আলম হোসেন, হাজী মনির মিয়া, হাফিজুর রহমান পিন্টু, যুবদল নেতা আফজাল কবির, রুহুল আমিন, হাফিজুর রহমান হাফেজ, দেলোয়ার হোসেন, জামান মিয়া, ছানোয়ার খান, আমজাদ হোসেন, হাজী মতিন মিয়া, বাবুল মিয়া, ছাত্রদল নেতা আজিম সরকার, আলতাফ হোসেন, সুলতান খান, রুবেল খান, মাসুদ মিয়া, শরিফ হোসেন প্রমুখ।

সুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিছুর রহমান মিলু, যুব ক্রীড়া সম্পাদক আনিছুজ্জামান রিংকু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমিরণ কুমার সরকারসহ দলীয় নেতা-কর্মীরা গতকাল দিনব্যাপী নৌকা মার্কার পক্ষে গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা করেছেন।

সর্বশেষ খবর