বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তরুণীর শিকলে বাঁধা জীবন

বাউফল প্রতিনিধি

তরুণীর শিকলে বাঁধা জীবন

তিন বছর ধরে প্রায় ২০ কেজি ওজনের একটি গাছের গুঁড়ির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ফজিলাতুন্নেছা (১৬) ওরফে ফজিলা নামের এক কিশোরী-তরুণীকে। প্রেমিকের কাছে প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর ফজিলাকে শিকলে বেঁধে রাখা হয়েছে। ফজিলার পরিবার দরিদ্র হওয়ায় উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে না। ফজিলা বাউফলের কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের স্বামীপরিত্যক্তা মোমেলা খাতুনের মেয়ে। জানা যায়, ঢাকায় গার্মেন্টে চাকরির সুবাদে কুমিল্লার রুমান নামের এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফজিলার। রুমান ওকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিন্ন করে এক পর্যায়ে রুমান ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এর পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ফজিলা। ঢাকায় ফজিলার চিকিত্সার জন্য মোমেলা খাতুন গ্রামের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেন। কিন্তু অর্থের অভাবে ফজিলার চিকিত্সা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে এসে ফকির-কবিরাজের দ্বারস্থ হন তরুণীর মা। সাংবাদিকদের ফজিলা জানায়, ‘প্রতারক প্রেমিক রুমানের কথা যখনই মনে পড়ে তখন আমার চোখে ভেসে ওঠে ইবলিশ-শয়তানের ছবি। আর তখনই আমার জ্ঞান থাকে না।’ মোমেলা খাতুন জানান, ‘অসুস্থ হয়ে পড়লে ফজিলা এ গ্রাম থেকে দূরের গ্রামে চলে যায়। সে নদী কিংবা পুকুরের পানিতে নেমে ডুব দিতে থাকে। কখনো নিজের পরিহিত কাপড় ছিঁড়ে ফেলে দেয়।’ পড়শিদের পরামর্শে কয়েক মাস আগে ওকে কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামের রাজ্জাক মৃধার ছেলে দিনমজুর আজিজের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে ফজিলা তার স্বামীকেও মারধর করে। এ কারণে স্বামী বিয়ের দুই মাসের মাথায় ঢাকায় চলে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর