বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী এবং বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় গত ৩ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। ওই মামলা হয়রানিমূলক দাবি করে গতকাল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। বিবৃতিতে অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ছাত্রদল নেতাদের অনুষ্ঠানে সাবেক মন্ত্রী রুহুল হক শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টটি পরে দৈনিক মানবকণ্ঠসহ বেশকিছু পত্রিকা ও অনলাইনে ছাপা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাতক্ষীরা আশাশুনি থানায় মামলা দায়েরের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন রুহুল হকের সমর্থক-অনুসারীরা। এ ঘটনার প্রায় দেড় মাস পর তার এক আত্মীয় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার তরিকুল ইসলাম ঢাকার ঠিকানা ব্যবহার করে মোহাম্মদপুর থানায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ খবর