বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
গাজীপুরে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

জিয়া-খালেদা পাট শিল্প ধ্বংস করেছেন

গাজীপুর প্রতিনিধি

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও খালেদা জিয়ার আমলে বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী তারা পাট মিলগুলো বন্ধ করে দেয় এবং পাট শিল্পকে ধ্বংস করে দেয়। এতে করে পাট চাষীদের পেটে লাথি মারা হয়েছে। ২০০১ সালে খালেদা জিয়া আদমজী জুট মিল বন্ধ করে দেওয়ার ফলে আমরা এ শিল্পের ৩ লাখ বাজার হারিয়েছি। পরিবেশবান্ধব পাটের বস্তা ব্যবহারে সরকার যে আইন করেছে তা এদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। তাই শতকরা ৯০ শতাংশ চালের বস্তায় পাটের ব্যবহার হচ্ছে। গতকাল গাজীপুরের বোর্ডবাজার ও টঙ্গীসহ বেশ কয়েকটি এলাকায় চালের আড়ত্ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  এ সময় জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তওহীদ বিন হাসান, সহকারী পুলিশ সুপার সবুর খানসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর