বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
কাঁচামাল সংকট

খুলনায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ লবণ মিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কাঁচা মালের (ক্রুড লবণ) অভাবে বন্ধ হয়ে গেছে খুলনার অধিকাংশ লবণ মিল। টাকা হলেও ক্রুড লবণ সংগ্রহ করা এখন দুরূহ বিষয়। একই সঙ্গে এই শিল্পের শ্রমিক-কর্মচারিরা এখন বেকার দিন কাটাচ্ছে। মালিকরাও শ্রমিকদের বেতন ও ব্যাংক ঋণের সুদ টানতে টানতে পুঁজিহারা হওয়ার পথে। গতকাল খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খুলনা লবন মিল মালিক সমিতির নেতারা এসব কথা জানান। সংগঠনের সভাপতি অনিল পোদ্দার জানান, গত বছর ক্রুড লবণ প্রতি বস্তার দাম ৪০০ টাকা থাকলেও ঘাটতির কারণে বর্তমানে তা’ ৮৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর