বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

প্রতিদিন ডেস্ক

রাঙামাটিতে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ বিদ্রোহী

আসন্ন ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব। গতকাল বিকাল ৪টায় শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি। এ সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারাণ সম্পাদক মো. মুছা মাতব্বর, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধূরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

     —রাঙামাটি প্রতিনিধি

মহেশপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে উপজেলা সভাপতি

ঝিনাইদহের মহেশপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার। এমন অভিযোগ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজিবউদ্দৌল্লা নাসের রবিবার সংবাদ সম্মেলন করেছেন। বহিষ্কার দাবি করেছেন সাবেক এমপি শহিদুলের। এ নিয়ে উপজেলা বিএনপিতে চলছে চরম উত্তেজনা।   —ঝিনাইদহ প্রতিনিধি

মতলবে আচরণবিধি অবহিতকরণ সভা

চাঁদপুরের মতলবে পৌর নির্বাচন উপলক্ষে আচরণবিধি অবহিতকরণ ও আলোচনাসভা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফারহানা ইসলামের সভাপতিত্বে  বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার সামছুন্নাহার। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, মতলব থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।    —চাঁদপুর প্রতিনিধি

দাউদকান্দিতে ব্যাপক গণসংযোগ

কুমিল্লার দাউদকান্দিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই। গতকাল সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাঈম ইউছুফ সেইন নৌকা মার্কা নিয়ে গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ইউছুফ জামিল বাবু, অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, আহম্মেদ উল্যাহ প্রমুখ আওয়ামী লীগ নেতা। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী কে এম আই খলিল ধানের শীষ মার্কা নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতা শাহজান চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তার।    —দাউদকান্দি প্রতিনিধি

বেতাগী : প্রার্থিতা ফিরে পেলেন আলতাফ

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন বেতাগীর বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস। আলতাফ হোসেনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বিশ্বাস হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করলে হাইকোর্ট ডিভিশনের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহসানের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ রায় দেন।

     —বরগুনা প্রতিনিধি

আইন শৃঙ্খলা সভা

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জহিরুল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা প্রার্থী ও সমর্থকদের সরকারি বিধি বিধান ও নির্বাচনী আইন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

—লাকসাম প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাবেক সহ-সভাপতি সিকদার নূর মো. দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদী, রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, সৈয়দ মিরাজুল ইসলাম, সৈয়দ মুরাদুল ইসলাম, মোর্শেদায়ান নিশান প্রমুখ বক্তব্য রাখেন।      —গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের গণসংযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিছুর রহমান মিলু, যুব ক্রীড়া সম্পাদক আনিছুজ্জামান রিংকু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমিরণ কুমার সরকারসহ দলীয় নেতা-কর্মীরা গতকাল দিনব্যাপী নৌকা মার্কার পক্ষে গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা করেছেন।    —সুন্দরগঞ্জ প্রতিনিধি

জনতার মুখোমুখি মেয়র

পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিল প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে গতকাল অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রমজান আলী, বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু ও স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম এবং ৮ কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থীরা সুজনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এদিকে, সোমবার সন্ধ্যায় বীরগঞ্জের ডাক্তারখানা মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বাবুল, বিএনপির আলহাজ আমিরুল বাহার, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির রশিদুল আলম প্রমুখ। বক্তব্য রাখেন, পৌরবাসীর পক্ষে মোয়াজ্জেম হোসেন, সুভাষ দাশ, ইঞ্জিনিয়ার আবদুল জলিল, মোছাদ্দেক হোসেন, আলহাজ দুলাল হোসেন, রাসেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

অপরদিকে, সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন  চৌধুরী, বিএনপির মজিবুর রহমান ও ইসলামী আন্দোলনের আবদুল অজিজ  খান উপস্থিত ছিলেন।

মতবিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের আইনশৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার লোকমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক,  সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী নজরুল ইসলাম।

সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজী, বিএনপির মেয়র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন ভুইয়া, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলনের শিব্বির আহাম্মেদ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবসহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর