বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

হামলায় মা-মেয়ে আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা এক অটোরিকশা চালকের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা অটোচালকের স্ত্রী ও সন্তানকে পিটিয়ে আহত করেছে। সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইলের ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। —রূপগঞ্জ প্রতিনিধি

পণ্য প্রদর্শনী

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী ভবন প্রাঙ্গণে গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিক ঢাকা চেয়ারম্যান নূরুল ইসলাম। সম্মেলন শেষে পণ্য প্রদর্শনীতে অংশ নেওয়া ফিনিক্স হোম টেক্সটাইল, জিন্স কালেকশন, কালার ক্রিয়েশন, নকশা কেন্দ্র (মৃৎশল্প), নাহার গার্ডেনসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

—টঙ্গী প্রতিনিধি

প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের বাছাইপর্ব

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে গাজীপুর গ্লোরিয়াস ডিসঅ্যাভেলিটি ক্লাবের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলার চতুর্থ দিনের বাছাইপর্ব গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর গ্লোরিয়াস ডিসঅ্যাভেলিটি ক্লাবের ৩৫জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের মাঝ থেকে ১৫ জনকে বাছাই শেষে চলতি মাসের শেষ সপ্তাহে কুমিল্লার বি-বাড়িয়া ড্রিমফর ক্রিকেট ক্লাবের সঙ্গে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটির ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু জাফর মাস্টার প্রমুখ।—টঙ্গী প্রতিনিধি

ভাঙন প্রতিরোধে গণসমাবেশ

চলতি শীত মৌসুমেও ভোলার ইলিশা এলাকায় মেঘনা নদীতে ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছেন এলাকাবাসী। সদর উপজেলার ইলিশার জংশন বাজার এলাকায় ভোলা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। ভাঙনরোধে ৫ জানুয়ারির মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত বর্ষা মৌসুম থেকে এ পর্যন্ত সদর উপজেলার ইলিশা রাজাপুর এলাকার প্রায় চার বর্গকিলোমিটর এলাকার বসতঘর, দোকানপাট, মসজিদ, হাসপাতাল নদীতে বিলীন হয়ে গেছে। —ভোলা প্রতিনিধি

শিবির নেতা আটক

নাশকতাসহ একাধিক মামলার আসামি খানসামা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ উপজেলার মধ্য আঙ্গারপাড়ার আব্দুল খালেকের ছেলে। নিজ বাড়ি খানসামার আঙ্গারপাড়া থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

—দিনাজপুর প্রতিনিধি

সলঙ্গায় পথচারী নিহত

সলঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় তারিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার পাচলিয়া বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল সলঙ্গার হাসানপুর এলাকার অন্ধ শাহজাহানের ছেলে। —সিরাজগঞ্জ প্রতিনিধি

শ্রমিক সমাবেশ

খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, পাট ক্রয় করে মিলের উত্পাদন চালু এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মিলের শ্রমিকরা। গতকাল দুপুরে মিল রক্ষা কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। কমিটির আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক নেতা আব্দুস সালাম জমাদ্দার, সাইফুল লিঠু, আব্দুল হামিদ সরদার, আমিনুল ইসলাম, শেখ জাকারিয়া, বাবুল রেজা, রেদোয়ান হোসেন বাহার প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, খুলনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর