বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জমির গড় মূল্য পুনর্নির্ধারণের দাবি

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বিভিন্ন মৌজায় জমির গড় মূল্য অর্ধেক কমিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী তা পুনর্নির্ধারণের দাবিতে গতকাল দুপুরে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে জেলা শহরের রাজবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুজিবুর রহমান, মো. আমজাদ হোসেন, আবদুল গফুর, রায়হান, দেলোয়ার হোসেন, জামাল হোসেন প্রমুখ। বক্তারা জানান, গাজীপুরে জমির ক্রয়মূল্যের চেয়ে সরকার নির্ধারিত গড় মূল্য বেশি হওয়ায় ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবস্থিত সাবরেজিস্ট্রি অফিস কার্যালয়ে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি একই দাবিতে গতকাল দিনব্যাপী কর্মবিরতি পালন করে। কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাসানুল বান্না মজুর সঞ্চালনায় কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সভাপতি মো. সালাউদ্দিন, সাবেক সভাপতি নূরুল ইসলাম, কদরুজ্জামান, মুরাদ হোসেন বকুল, মোস্তফা কামাল, আলী আকবর প্রমুখ।

সর্বশেষ খবর