বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নদীতে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণ

তলিয়ে গেছে কৃষকের বীজতলা

আজাহারুল ইসলাম রাজু, ধামরাই

নদীতে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণ

বংশী নদীতে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে নির্মাণ করা হচ্ছে ব্রিজ

ধামরাইয়ের চাপিল খেয়াঘাটের বংশী নদীতে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণের কাজ করায় উজানে কয়েক কিলোমিটার পানি ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী কয়েকটি গ্রামের কৃষকদের নদীর পাড় ও তার আশপাশের তৈরি করা ইরি বোরোর ধানের বীজতলা তলিয়ে  পচে গেছে। বিষয়টি ওই ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কৃষকদের কোনো পাত্তা দিচ্ছেন না। যার কারণে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। মঙ্গলবার সকালে গোয়ালদী গ্রামের কৃষক রফিকুল ইসলাম, কিসমত আলী, আওলাদ হোসেন, আজাহারুল ইসলাম, সেলিম হোসেন, হযরত আলী, দেপাসাই গ্রামের নূর মোহাম্মদ, দানেজ আলীসহ অনেকে অভিযোগ করে বলন, বংশী নদীর পাড় ও তার আশপাশে তারা প্রতি বছরের মতো এবারও ইরি-বোরোর বীজতলা তৈরি করেছেন। কয়েক দিন পরই তারা জমিতে এ বীজতলার চারা রোপণ করবেন। কিন্তু তাদের এ স্বপ্ন ওই ব্রিজ নির্মাণকারীরা গলাটিপে মেরে ফেলল। এখন তারা তাদের জমিতে ধানের চারা রোপণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ওই ব্রিজ নির্মাণকাজে দায়িত্বে থাকা সহকারী ঠিকাদার আক্রাম হোসেন জানান, এলাকায় উন্নায়ন করতে হলে একটু ক্ষতির শিকার হতে হবে। এতে আমাদের কিছুই করার নেই। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুত্ফর রহমান সিকদার জানান, এভাবে পানি দিয়ে বীজতলা নষ্ট হলে তো কৃষকরা বিপদে পড়ে যবে। বিষয়টি দ্রুত দেখা হবে। ধামরাই উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. ইউসুফ হোসাইন জানান, নদীতে বাঁধ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে তা তিনি জানেন না। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

সর্বশেষ খবর