বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিষাক্ত পানিতে উৎপন্ন ফসল ও জলজ প্রাণীও নিরাপদ নয়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা জানান, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, রং ও কেমিক্যাল-মিশ্রিত পানি, ইঞ্জিনচালিত নৌকা, ট্রলার, কার্গো ও জাহাজের নির্গত পোড়া তেল, মবিলের বর্জ্য, মনুষ্য বর্জ্য ইত্যাদির কারণে সৃষ্ট দূষণে তুরাগ, বালু, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, কর্ণফুলীর পানি শুধু বিষাক্ত হয়নি, নদ-নদীগুলোর তলদেশে বিষাক্ত বর্জ্যের কঠিন স্তর পড়ে গেছে। বিষাক্ত এ পানিতে উত্পন্ন ফসল ও জলজ প্রাণীও নিরাপদ নয়। এর পানি ও পানি থেকে উদগত দুর্গন্ধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গতকাল সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মনির হোসেন। বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি অনন্ত কিশোর বর্মণ প্রমুখ।

সর্বশেষ খবর