বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, নেত্রকোনা, ঝিনাইদহ, গাইবান্ধা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বরগুনার আমতলীতে ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় কার্ভাড ভ্যানচাপায় হেলাল উদ্দিন নামে এক শিশু নিহত হয়েছে। হেলাল নোয়াখালীর সোনাপুরের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি বস্তিতে মায়ের সঙ্গে থাকতো। নেত্রকোনা : নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গোতুরা বাজারে ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় পিষ্ট হয়ে এক মাঞ্জলি চিসাম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের ধর্মপাশার ইছাপুর গ্রামে। ঝিনাইদহ : কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে ট্রাকচাপায় তুষার হোসেন নামে অন্য একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তুষার কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের আমীর হোসেনের ছেলে। গাইবান্ধা : চন্দিয়া-আনন্দবাজার সড়কের বালাসিঘাট পাকারমাথা এলাকায় মঙ্গলবার রাতে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে আরিফ মিয়া নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। আরিফ মিয়ার বাড়ি জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ হরিনসিংয়া এলাকায়। সিদ্ধিরগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ট্যাঙ্কলরিচাপায় মজিবুর রহমান নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বেলা সাড়ে ১১টায়। মজিবুর সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরামার্কেট এলাকার মুজনুর মিয়ার ছেলে। আমতলী : বরগুনার আমতলীর সোনাখালী সড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আমজেদ খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সর্বশেষ খবর