বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্নিকাণ্ডে ৩৭ বাড়ি-দোকান ছাই

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ২৭টি বাড়ি-দোকান ও ১৫টি অটোরিকশা। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার লাঙ্গলবাদ বাজারে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে নয়টি দোকান ও ১৫টি অটোরিকশা পুড়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দমকল বাহিনীর দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৩টি ঘর, মজুদ রাখা বিভিন্ন ফসল। সন্ধ্যায় এলাকার বাচ্চু মিয়ার রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত্র হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় ১৩টি ঘর। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকার বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সর্বশেষ খবর