শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

আওয়ামী লীগ প্রার্থীর প্রশংসায় বিএনপি প্রার্থী

বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা শহীদ মিনার চত্বরে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত মেয়র প্রার্থীদের পরিচিতি সভায় নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজকে উদ্দেশ করে বিএনপি মনোনীত প্রার্থী এসএম নজরুল ইসলাম বলেন, মহারাজ একজন ভদ্র, শান্ত ছেলে, ভণ্ডামি জানে না।

     — বরগুনা প্রতিনিধি

নারিকেল গাছ ছেড়ে নৌকা

নারিকেল গাছ থেকে নেমে নৌকায় উঠলেন পুঠিয়া পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার রাতে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সংকল্প করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক প্রমুখ।   —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামিনে মুক্ত স্বতন্ত্র প্রার্থী

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সোমনাথ দে জামিনে মুক্ত হয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিজ্ঞ বিচারক মারুফ হোসেন গতকাল তার জামিনের আবেদন মঞ্জুর করেন। একটি গাড়ি চুরির মামলায় গত ৭ ডিসেম্বর জামিন নিতে গেলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

     —মোরেলগঞ্জ প্রতিনিধি

প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী আটক

ফরিদপুরের নগরকান্দা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান মুকুলের নির্বাচন সমন্বয়কারী তৈয়বুর রহমান মাসুদকে আটক করেছে পুলিশ। গতকাল পৌরসভার সফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। নগরকান্দা থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্যে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।    —ফরিদপুর প্রতিনিধি

প্রার্থিতা প্রত্যাহার

বরগুনা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কামরুল আহসান মহারাজকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী মাহবুবুল মান্নু। গতকাল মাহবুবুল আলম মান্নু স্বাক্ষরিত প্রার্থিতা প্রত্যাহারের অনুলিপি রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে বরগুনা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রার্থিতা প্রত্যাহারের কোনো বৈধ সুযোগ তার নেই।    —বরগুনা প্রতিনিধি

ইশতেহার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল গতকাল দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে ২০টি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ ভূইয়া, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূইয়া, রফিকুল ইসলাম, রাজিব ভূইয়া প্রমুখ।  —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রার্থিতা ফিরে পেলেন টুকু

ভোট গ্রহণের মাত্র সাতদিন আগে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী টিপু সুলতান। মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার প্রত্যয় হাসান তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

উঠান বৈঠক

নরসিংদীর মাধবদী বাজারের সোনালী টাওয়ারে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী প্রমুখ। এর আগে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় প্রার্থী কামরুজ্জামান কামরুলের উঠান বৈঠকে অংশ নেন। যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেন, যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করে, তাঁরা নৌকার বাইরে ভোট দিতে পারেন না। —নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর