রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেনীতে সম্পত্তি বিরোধে গুলিবিদ্ধ শিশুরও মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর মহীপালে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত শিশু মারুফের (৬) মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে গতকাল ভোরে তার মৃত্যু হয়। মারুফ কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবর্তির ঘাগড়ার সুমনের ছেলে। এই নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নবম শ্রেণির ছাত্রী আকলিমা, তার খালু মাঈনুদ্দিন মারা যান। শিশু মারুফসহ গুলিবিদ্ধ হয়েছিলেন তিনজন। ঘটনার পর মাঈউদ্দিনের ছেলে ফেনী মডেল থানায় মান্নান, জহির, স্বপন, মিঠু, সাহেদ, ফারুকসহ ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) জানান, ঘটানায় জড়িত সন্দেহে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। নিহত মাঈনুদ্দিনের স্বজনরা জানান, আবদুল মান্নান চৌধুরী বাড়ির ৪০-৪৫ সন্ত্রাসী ঘটনার দিন মাঈনুদ্দিনের বুকে শর্টগান দিয়ে গুলি করে তাকে হত্যা করে। পরে বসতঘর ও দোকানপাট লক্ষ্য করে এলোপাতাড়ি শাতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। স্থানীয় সূত্র জানায় হেঞ্জু হাজী বাড়িতে মরহুম এলাহি বক্সের ৬২ শতাংশ জমি আছে। সেই সম্পত্তিতে তার দুই ছেলে আবদুর রাজ্জাক ও মোহাম্মদ এছহাকের ওয়ারিশরা বসবাস করেন। এছাকের মেয়েজামাই মাঈনউদ্দিনও শ্বশুরবাড়ির সম্পত্তিতে বাড়ি তৈরি করে থাকেন। এই সম্পত্তি শহরের রামপুরের ছেরু মিয়ার ছেলে মান্নান তাদের বলে দাবি করায় এ নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন আছে। এরই মধ্যে মান্নান স্থানীয় চৌধুরী বাড়ির কয়েক ব্যক্তির কাছে জমিটি বিক্রির বায়না করেন। বায়নার সূত্র ধরে জমির দখল নিতে বৃহস্পতিবার রাতে তারা হামলা চালায়।

সর্বশেষ খবর