রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন জেলায় সংঘর্ষে তিনজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ জন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় কয়েকটি বসতবাড়ি। অর্থ লেনদেন, আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে এসব ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের মোহলা গ্রামে অর্থ লেনদেনকে কেন্দ  করে শুক্রবার ওবায়দুল মেম্বার ও মতি মিয়া মেম্বারের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বাধে। এতে গোলাম কবির (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও আহত হন অর্ধশতাধিক। গোলাম কবির ওই গ্রামের ডা. ইব্রাহিম মিয়ার ছেলে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা চিকিত্সা নিয়েছেন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া : আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বটতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন গ্রুপের সঙ্গে নজরুল ইসলাম গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের বাগ-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। সিরাজগঞ্জ : জেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে হবিবর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। পৌর এলাকার নতুন ফুলবাড়ী ও তেলকুপি মহল্লার যুবকদের মধ্যে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর