সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রক্ত দিয়ে ফেরা হলো না ওদের

সিলেটে ট্রাকচাপায় চার বন্ধু নিহত

প্রতিদিন ডেস্ক

বন্ধুর আত্মীয়কে রক্ত দিয়ে ফেরার পথে সিলেটে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাইভেট কারযাত্রী চার বন্ধু নিহত হয়েছেন। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিন নারী-শিশু। এছাড়া সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, বরিশালম কুষ্টিয়া, পাবনা, দিনাজপুর, লক্ষ্মীপুর ও টেকনাফে সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিলেটের মোগলাবাজার থানার হাজীবাজারে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী। তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পরস্পর বন্ধু। তারা শ্রীমঙ্গলে এক বন্ধুর আত্মীয়কে রক্ত দিয়ে ফিরছিলেন। নিহতরা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইর সাউথ-ইস্ট ব্যাংকের কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৪), সঞ্জীব চৌধুরী (৩০) ও আকৃতি ঘোষ (৩২)। আহত বন্ধুর নাম সুদীপ। জানা যায়, শ্রীমঙ্গল থেকে বন্ধু পাপ্পুর ফোন পেয়ে প্রাইভেট কারে সেখানে গিয়ে তার এক আত্মীয়কে রক্ত দিয়ে সিলেট ফিরছিলেন পাঁচ বন্ধু। হাজীবাজার এলাকায় পেছন থেকে একটি ট্রাক (মৌলভীবাজার-ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধ্রুব ও আদিল মারা যান। সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় সঞ্জীব ও আকৃতির। সুদীপকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গাইবান্ধা : পলাশবাড়ি উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী দুই নারী ও এক শিশু ঘটনাস্থলে মারা যান। নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার রজ্জবের স্ত্রী রাণী, লেবু মিয়ার শিশুপুত্র স্বপন ও বেড়ামালঞ্চ গ্রামের হাসেন আলীর স্ত্রী হাফিজা। মাদারীপুর : কালকিনি পৌর নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছমত আলী গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কালকিনি-ভূরঘাটা সড়কে সভায় অংশ নিতে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। বরিশাল : গৌরনদীর বেজগাতি এলাকায় শনিবার রাতে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী সাবেক ছাত্রলীগ নেতা লিটন বেপারী নিহত হয়েছেন। লিটন ছাত্রলীগের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপি শাখার সাবেক সভাপতি। কুষ্টিয়া : জেলার মিরপুরে বাস দুর্ঘটনায় তানিম নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে কাতলামারী বাজারে গতকাল এ দুর্ঘটনা ঘটে। পাবনা : ঈশ্বরদী উপজেলার সাহাপুরে ট্রাকচাপায় গতকাল স্কুলছাত্র রিমন হোসেনের মৃত্যু হয়েছে। রিমন সাহাপুর গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এছাড়া দিনাজপুরের চিরিরবন্দরে শওকত আলী নামে এক যুবক, লক্ষ্মীপুরে অটোচালক নুরুল ইসলাম ও কক্সবাজারে টেকনাফে মোটরসাইকেল আরোহী কামাল হোসেনের মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর