সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নগরকান্দা পল্লীবিদ্যুৎ অফিসে মিটারবাণিজ্য

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা পল্লীবিদ্যুত্ জোনাল অফিসে উেকাচ না দিলে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক ও আবেদনকারীরা। মিটারপ্রতি ৬০০ টাকা নির্ধারিত থাকলেও নগরকান্দা পল্লীবিদ্যুত্ অফিসের ইলেক্ট্রিশিয়ানদের সহযোগিতায় বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের কাছ থেকে ২-১০ হাজার টাকা করে আদায় করছেন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা। নিয়মানুযায়ী আগে আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে আগে নতুন সংযোগ দেওয়ার কথা। কিন্তু বিদ্যুত্ অফিসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী উেকাচের বিনিময়ে সদ্য আবেদনকারীদের সংযোগ দিচ্ছেন। এক দেড় বছর আগের আবেদনকারীরা সংযোগ না পেলেও চলতি বছরের শেষদিকে আবেদন করেও অনেকে পেয়েছেন নতুন সংযোগ। এজন্য গ্রাহকভেদে ৫-২০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। অনেক আবেদনকারী উপায়ন্তর না পেয়ে অতিরিক্ত টাকা দিয়ে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। উপজেলার বিনিকদিয়া গ্রামের মোক্তার হোসেন বলেন, ‘কয়েক প্রতিবেশী আমার পরে আবেদন করে মিটারপ্রতি ছয় হাজার টাকা উেকাচ দিয়ে সংযোগ পেয়েছেন, অথচ টাকা না দেওয়ায় আজও আমার সংযোগ মেলেনি। এমনকি অফিসে গেলে বলা হয় সময় হলেই সংযোগ পাবেন।’ জানা যায়, উপজেলার রঘুরদিয়া গ্রামে বিদ্যুত্ সংযোগের জন্য প্রায় দুই শতাধিক গ্রাহক আবেদন করেন। সবাই ওয়ারিংয়ের কাজ শেষ করলেও দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা না দেওয়ায় অদ্যাবধি বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়নি। পল্লী বিদ্যুতের নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম আনোয়ারুল ইসলাম বলেন, তার সঙ্কটে সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। বৈদুত্যিক তার এলেই কাজ সম্পূর্ণ করা হবে।

সর্বশেষ খবর