সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্রীবর্দীতে জামায়াত ফ্যাক্টর

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবর্দী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু সাঈদ, বিএনপি প্রার্থী বর্তমান মেয়র আ. হাকিম অপরজন আবু রায়হান আল বেরুনী স্বতন্ত্র প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে জয়-পরাজয়ে মূল ফ্যাক্টর হবে জামায়াতের ভোট। জানা গেছে, গত উপজেলা নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করেন আবদুর রহমান দুলাল জামায়াত থেকে নুরুজ্জামান বাদল। এ দুই প্রার্থীর রশি টানাটানিতে সামান্য ভোটের ব্যবধানে পাস করে যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। পৌরসভা নির্বাচনে জামায়াত প্রার্থী না দিলেও জোটের প্রধান শরিক দল বিএনপি প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলেনি। তবে বিএনপি প্রার্থী আবদুল হাকিমের সঙ্গে স্থানীয় জামায়াতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে জামায়াত অবশেষে বিএনপি প্রার্থীকেই ভোট দেবে এমন ধারণা করছেন অনেকে। অপরদিকে বিএনপি-জামায়াতের মন কাষাকষির সুযোগে জামায়াতের ভোট পেতে আওয়ামী লীগ  জোর প্রচেষ্টা রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে নৌকার পক্ষে জামায়াতের ভোট টানতে নানামুখী প্রচেষ্টা অব্যাহত আছে। উপজেলা নির্বাচনের প্রতিশোধ নিতে জামায়াত বিএনপি প্রার্থীকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেবে এমন আশায় রয়েছে আওয়ামী লীগ। দুপক্ষই জামায়াতের ভোট টানতে চাইলেও সংগঠনটি একবারে চুপচাপ রয়েছে বলে সূত্র জানিয়েছে।  

সর্বশেষ খবর