সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক টেবিলে বসবেন না তারা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে স্থগিত হয়ে গেল জনতার মুখোমুখি অনুষ্ঠান। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহেমদ আলী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম এক টেবিলে বসে কোনো অনুষ্ঠান করতে অস্বীকৃতি জানানোর কারণে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হতে হয়েছে আয়োজকরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গাংনী উপজেলা শাখা আয়োজিত গাংনী পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জনগণের মুখোমুখি প্রার্থীরা’ অনুষ্ঠানের আয়োজন করে। ‘সুজন’ উপজেলা সভাপতি আবদুর রশিদ বলেন, আমরা মেয়র প্রার্থীদের পাশাপাশি সব কাউন্সিলর প্রার্থীকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু মেয়র প্রার্থী আহমেদ আলী ও আশরাফুল ইসলাম নেতিবাচক চিন্তাভাবনার কারণে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিতে রাজি হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, আমরা যেখানে প্রচারে যাচ্ছি আহমেদ আলীও একই স্থানে প্রচারে গিয়ে আমাদের সঙ্গে গণ্ডগোল করার চেষ্টা করছেন। এ ধরনের একজন মানুষের একসঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিলে সংঘর্ষের আশঙ্কায় সে অনুষ্ঠানে যেতে চাইছিলাম না।  তারপরও আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেছিলাম। পরে আয়োজকরা জানালেন অনুষ্ঠান হবে না। এদিকে, আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলী বলেন, একজন অরাজনৈতিক, দুর্নীতিপরায়ণ ব্যক্তির সঙ্গে আমি জীবিত থাকতে কখনো এক টেবিলে বসতে পারি না। তাই অনুষ্ঠানে যোগ দিতে অসম্মতি জানিয়েছি। তবে বিএনপির সঙ্গে বসার কথা বললে তিনি যেতেন বলে জানালেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর