সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনী পরিবেশ নিয়ে খুশি বড় দুই দল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পাঁচটি পৌরসভায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাইলেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। দুই দলের স্থানীয় কয়েক নেতা গতকাল জেলা প্রশাসকের সঙ্গে এক টেবিলে বসে নির্বাচন বিষয়ে কথা বলেন। এ সময় নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠকে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক আজগর আলী, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সম্পাদক সোহরাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। আধঘণ্টা ধরে চলে এ বৈঠক। কুষ্টিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জেলার পাঁচটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। সব দলের নেতা-কর্মী যাতে কোনো বাধা ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারেন সে রকম পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছি। ছোটখাট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখানে ভোটের মাঠের পরিবেশ অত্যন্ত ভাল।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিবেশ ভাল। ক্ষমতাসীন দলের নেতাদের আমরা অনুরোধ জানিয়েছে যাতে নির্বাচনের দিন পরিস্থিতি ভাল থাকে।’ জেলা প্রশাসক জানান, ভোটের দিন পর্যন্ত এ রকম পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।  —কুষ্টিয়া প্রতিনিধি

সর্বশেষ খবর