সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

‘বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী বলেছেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। এটা শুধু বিএনপির নির্বাচন নয়, প্রতিটি গণতন্ত্রীকামী মানুষের জন্য বিরাট চ্যালেঞ্জ। তাই শত প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তিনি বলেন, আমরা নির্বাচনে এসেছি মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, দলীয় প্রশাসন ও কুশাসনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। গতকাল সাড়ে ৮টায় শহরের পুরান বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমেদের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে এ নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, বিএনপি প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমেদ। পথসভায় আরও বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা শাখওয়াত হোসেন মোহন, আকবর আলী, আ. স. ম. খালিদ, ফারুক আহমেদ, নাদির আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, এটিএম হেলাল, মামুনুর রশিদ কয়েস, নূরুল ইসলাম নূরুল, কামরুল হাসান রাজু প্রমুখ।  —সুনামগঞ্জ প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী খায়রুজ্জামান শিপন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী শিপন গতকাল মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবদুল মজিদ জব্বারের পক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় যোগ দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অলিউর রহমান পল্টু, বিএনপি নেতা শহিদুল হক বাবুল, মাষ্টার শাহ আলম, ফারুক হোসেন সামাদ, আফজাল জমাদ্দার, শামীম ফকির তার সঙ্গে ছিলেন। —মোরেলগঞ্জ

পৌর কর্মচারী আটক

বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে শাহাদত হোসেন ওরফে শহীদ নামের এক পৌর কর্মচারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররকৃত শহীদ নন্দীগ্রাম পৌরসভার টিকাদানকারী পদে কর্মরত রয়েছেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

বিএনপির বিদ্রোহী বহিষ্কার

সাতক্ষীরা পৌরসভার বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নারকেলগাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

কালকিনি : এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে কালকিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুককে বহিষ্কার করা হয়েছে। মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। —প্রতিদিন ডেস্ক

উঠান বৈঠক

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদাউড়া, করিমপুর, হাসনাবাদে গতকাল উঠান বৈঠক করেন কাউন্সিলর প্রার্থী গেবিন্দ দেব (পাঞ্জাবি)। তাহির আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশিক আলী, মীর বক্স আলী, আজাদ মিয়া, তাহের মিয়া, সুবল দেব, নন্দ দেব, রিপন দেব, চন্দন দেব প্রমুখ। —সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর