মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

রূপগঞ্জে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা

রূপগঞ্জে  নির্বাচনী প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থী হাসিনা গাজীর পক্ষে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়ান বিন হেলালী, মাওলানা কামাল হোসেনসহ অনান্য নেতা। পৌরসভার বরপা সুতালড়া, তারাব, ঐরাব এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান মোল্লা, ৬ নং ওয়ার্ড সহসভাপতি হাজী মোখলেছুর রহমান ভূঁইয়া, আক্তার হোসেন সিকদার, জাকারিয়া মোল্লা, মাহাবুব আলম ভূঁইয়া প্রমুখ।  এদিকে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়ার পক্ষে বরপা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুল সিকদার, ফিরোজ ভূঁইয়াসহ স্থানীয় নেতারা। অন্যদিকে তারাব পৌরসভার বর্তমান মেয়র বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ শফিকুল ইসলাম চৌধুরী তারাব, বরাব এলাকায় গণসংযোগ করেছেন। 

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

দুই বিদ্রোহী বহিষ্কার

বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশীদ ফারাজী ও সাবেক সহ-সভাপতি আবদুল হামিদ সরদার। আবদুর রশীদ ফারাজী চামুচ ও আবদুল হামিদ সরদার জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

পাবনায় আতঙ্ক

পাবনার ৭ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা। তবে জেলার ১০৭টি ভোট কেন্দ্রের সবগুলো অধিক গুরুত্বপূর্ণ হলেও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। শঙ্কিত হওয়ার কিছু নেই।     

     —পাবনা প্রতিনিধি

 

প্রার্থিতা প্রত্যাহার

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে তরিকত ফেডারেশনের ছয় কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করেছে। ১৪ দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থন জানিয়ে গতকাল সন্ধ্যায় রামগঞ্জ জিয়া অডিটরিয়ামে দলটির উপজেলা কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের উপজেলা সভাপতি শাখাওয়াত হোসেন  ও যুব ফেডারেশনের সভাপতি মনির হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে ছয় কাউন্সিলর প্রার্থীর কেউ উপস্থিত ছিলেন না।    —লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর