বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভ্যাকসিন সংকটে বিপাকে রোগী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর হাসপাতালে ভ্যাকসিন সংকট চরম আকার ধারণ করেছে। এতে বিপাকে পড়ছেন সংশ্লিষ্ট রোগী ও তাদর স্বজনরা। জানা গেছে, হিংস্র জন্তুর (কুকুর, বিড়াল, সাপ, গিরগিটি) আক্রমণের শিকার ব্যক্তিকে ভ্যাকসিন নিতে হয়। কিন্তু অতিপ্রয়োজনীয় এই ভ্যাকসিন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সচরাচর পাওয়া যায় না। বাধ্য হয়ে আক্রমণের শিকার বিভিন্ন উপজেলার রোগীরা সদর হাসপাতালে আসেন ভ্যাকসিন নিতে। কিন্তু এখানে এসেও প্রত্যাশী রোগীরা ভ্যাকসিন পাচ্ছে না। অভিযোগ উঠেছে হাসপাতালে ভ্যাকসিনের দায়িত্বে থাকা ব্রাদার কৃত্রিম সংকট দেখিয়ে প্রত্যেক রোগীর কাছ থেকে ১২০ টাকা আদায় করে হাসপাতালের ভ্যাকসিন পুশ করে দেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বলেন, সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে প্রতি তিন মাসে ১১০ পিস। যা আগত রোগীর চাহিদার তুলনায় নগণ্য। টাকা নিয়ে তবেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে অভিযোগ তুললে দায়িত্বে থাকা ব্রাদার নজরুল ইসলাম জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসে আমরা কোনো ভ্যাকসিন পাইনি। এ কারণে বাইরে থেকে ভ্যাকসিন এনে রোগীদের পুশ করতে হচ্ছে।

সর্বশেষ খবর