বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নদীভাঙন প্রতিরোধ দাবি চরবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি

নদীভাঙন প্রতিরোধ দাবি চরবাসীর

বাঁধ নির্মাণের দাবিতে কোদাল ও ডালি নিয়ে নদীতীরে চরবাসীর অবস্থান ধর্মঘট

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন ও বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন সংশ্লিষ্ট চরবাসী। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়। এ সময় চরবাসী কাজ ফেলে কোদাল ও ডালি নিয়ে নদীতীরে অলস বসে অবস্থান ধর্মঘটে অংশ নেন। ধর্মঘটে অংশ নেওয়া আফসার হোসেন জানান, বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতিবছর বন্যা ও ভাঙনে ফলুয়ারচরের শত শত ঘরবাড়ি ব্রহ্মপুত্রের বিলীন হয়ে যায়। নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় তাদের।  এ সময় চরবাসীর সঙ্গে একাত্ম হন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

সর্বশেষ খবর