বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় ৭ মাসে ১১৪ নারী-শিশু নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে ১১৪ নারী-শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৮১ জন নারী এবং শিশু ৩৩ জন। ৮১ নারীর মধ্যে ছয়জনকে ধর্ষণ, ১৭ জনকে হত্যা, ৪৫ জনকে নির্যাতন এবং ১১ জনকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়া হয়। শিশুদের ১৩ জন ধর্ষণের শিকার, সাতজনকে নির্যাতন, চারজনকে হত্যা ও ছয়জনকে দেওয়া হয় আত্মহত্যর প্ররোচণা। কুমিল্লা রোটারি ক্লাবে ব্র্যাকের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় সোমবার এ তথ্য তুলে ধরা হয়। ধারণাপত্র উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক নিগার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির।

বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার।

সর্বশেষ খবর