বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বন্যহাতির মৃত্যু

চকরিয়া প্রতিনিধি

বন্যহাতির মৃত্যু

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং এলাকায় একটি বন্যহাতি মারা গেছে। কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে এর সঠিক তথ্য দিতে পারেননি কেউ। গতকাল সকালে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোররাতে হাতিটি মারা গেছে। হাতিটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেছেন চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অসুস্থতার কারণে হাতিটি মারা গেছে। জানতে চাইলে আরো বলেন, খাদ্য নালিতে ইনফেকশন, পায়ুপথ দিয়ে ছানাযুক্ত পানি বের হওয়া এবং মুখের ভিতর ঘা হওয়ার আলামত পাওয়া গেছে। এরপরও চূড়ান্ত তথ্য জানতে হাতিটির শরীরের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর