শিরোনাম
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩০ হাজার লোকের জন্য ১টি শৌচাগার

আমতলী প্রতিনিধি

৩০ হাজার লোকের জন্য ১টি শৌচাগার

গাজীপুর বন্দরে জরাজীর্ণ শৌচাগার

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের ৩০ হাজার লোকের জন্য রয়েছে একটি মাত্র শৌচাগার। সেটিও প্রায় ব্যবহার অনুপযোগী। এতে হাটে আসা মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর শৌচাগারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও সংস্কার হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর বন্দর দক্ষিণাঞ্চলের বৃহৎ হাট। এখানে সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার হাট বসে। প্রতি হাটবারে বিভিন্ন এলাকা থেকে ৩০ হাজার লোকের সমাগম হয়। এ ছাড়া স্থায়ীভাবে পাঁচ হাজার লোক বসবাস করছেন। দুকক্ষের শৌচাগারটির একটিতে দরজা থাকলেও অন্যটিতে নেই। শৌচাগারে যাওয়ার জন্য নেই রাস্তা। বৃষ্টি বা জোয়ার এলে পানিতে চারপাশ ডুবে যায়। শৌচাগারের বেহাল অবস্থার কারণে বাজারে আসা লোকজন যত্রতত্র প্রয়োজনীয় কাজ সারায় দূষিত হচ্ছে পরিবেশ। এতে ওই এলাকায় পানিবাহিত রোগ লেগেই থাকে। বন্দরের ব্যবসায়ী আবদুল হক জানান, একমাত্র শৌচাগারটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও কেউ সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না। স্থানীয় আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি হারুন অর-রশিদ জানান, অল্প দিনের মধ্যেই এটি নতুনভাবে নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর