শিরোনাম
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভর্তিপরীক্ষায় অনিয়ম

ফল পুনঃপ্রকাশ দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ভর্তিপরীক্ষার ফল প্রকাশে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দিবা শাখায় ২৩২ জন পরীক্ষার্থীর সাতটি কক্ষে পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে দুটি কক্ষ থেকে ৫৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। বাকি পাঁচ কক্ষের একজন পরীক্ষার্থীরও স্থান হয়নি মেধা তালিকায়। এই ফল দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভর্তিচ্ছুদের অভিভাকরা। তারা কারচুপির অভিযোগ তুলে তদন্ত করে ফল পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন। জানা যায়, দুই শিফটে তৃতীয় শ্রেণিতে ১২০টি সিটের বিপরীতে গত রবিবার ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দে  ৫২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। ওই দিনে রাতেই ফল প্রকাশ করা হয়। দিবা শাখার ফল দেখে অভিভাবকদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। প্রকাশিত ফলে দেখা যায়, ১১১ নম্বর কক্ষের ৩২০০০০১ থেকে ৩২০০০২৯ রোল পর্যন্ত সবাই উত্তীর্ণ হয়েছে। একইভাবে বিদ্যালয়ের ১ নম্বর রুমের ৩২০০২০৬ থেকে ৩২০০২৩২ রোল পর্যন্ত ২৬ পরীক্ষার্থীও মেধা তালিকায় স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন কোটায় পাঁচজন পরীক্ষার্থী বাদে অন্য কোনো রুম থেকে একজনও উত্তীর্ণ হতে পারেনি। এ ব্যাপারে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার জানান, ভর্তিপরীক্ষায় অনিয়ম হয়েছে কিনা তা তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুর রব জানান, আমরা খাতায় যা পেয়েছি মেধা অনুসারে সেভাবেই ফল প্রকাশ করেছি। পরীক্ষায় কোনো কিছু হয়ে থাকলে সেটি প্রতিষ্ঠানের ব্যাপার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর