বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

নিরাপদ প্রসব কেন্দ্র

দিনাজপুরের পার্বতীপুরে মা ও শিশুর মৃত্যুর হার হ্রাসকরণের লক্ষ্যে নিরাপদ প্রসব কেন্দ্র সেবার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গতকাল নিরাপদ প্রসব কেন্দ্র সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, মন্মথপুর ইউনিয়নে প্রথম এ সেবা কেন্দ্রটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে নিরাপদ প্রসব কেন্দ্র সেবা চালু করা হবে।

—পার্বতীপুর প্রতিনিধি  

সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, গ্রাম্য আধিপত্য, জমির মালিকানা নিয়ে হামিদুলাহ গোষ্ঠি ও দোছার গোষ্ঠির লোকদের বিরোধ চলছে। এর জের ধরে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভবন থেকে পড়ে মৃত্যু

নীলফামারীর উত্তরা ইপিজেডে আনোয়ার হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইপিজেডের মাজেন বিডি লিমিটেড ভবনের নির্মাণ কাজ করার সময় গতকাল পা পিছলে পড়ে মারা যান তিনি। আনোয়ার সদর উপজেলার দালালের বাজার বটতলী গ্রামের আজিজুল হকের ছেলে। নিহতের চাচা রিংকু ইসলাম জানান, কোম্পানিটির চারতলা ভবনের নির্মাণ কাজ করার সময় উপর থেকে পা পিছলে পড়ে আহত হন আনোয়ার। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। —নীলফামারী প্রতিনিধি

অনুদান

ঝালকাঠি শহরের প্রধান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের আর্থিক সহায়তা ও ঢেউটিন দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল দুপুরে ঝালকাঠি সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি ক্ষতিপূরণ প্রদান করেন। পরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় সুষ্ঠুভাবে পৌর নির্বাচন পরিচালনার জন্য কাউকে ছাড় না দেওয়ার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি। —ঝালকাঠি প্রতিনিধি

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের টঙ্গী মিলগেইট মন্নু স্কুলমাঠে গতকাল অর্ধশতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করে বেসরকারি সংগঠন ফিউচার পাওয়ার। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাহফুজুর রহমান মহলসহ অন্যরা। এদিকে বোর্ডবাজার এলাকায়  ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ড অর্গানাইজেশন (বার্ডো) প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। বার্ডোর ম্যানেজার শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ডা. হাফিজুর রহমান খান, বার্ডোর ভাইস প্রেসিডেন্ট অ্যাড. আফরোজা খান, সিডিআরপি নূরন্নাহার প্রমুখ। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর