বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল

নগরকান্দা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ব্যাপক কারচুপির অভিযোগ এনে দুপুরের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম মুকুল ও স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন বিকুল। নগরকান্দার মদিনাতুল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি-আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া হলে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকতা। সকালে ভোট শুরুর পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাড়ে ১০টায় সালথা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী পৌর এলাকায় শোডাউন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেননি। বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা সরকারি কলেজ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট বের করে দিয়ে নৌকার পক্ষে সিল মারাকে কেন্দ্র করে ভোটগ্রহণ বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। সেখানে বিভিন্ন বুথে বেশকিছু সিল মারা ব্যালট পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। অনেক কেন্দ্রে বিএনপির প্রার্থীকেই ঢুকতে দেওয়া হয়নি। নগরকান্দা বিএনপি প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্যাডারবাহিনী সকাল ১০টার মধ্যে সব কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারে। বিষয়টি প্রশাসনসহ রিটার্নিং অফিসারের কাছে জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি। নগরকান্দায় ভোট ডাকাতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘নগরকান্দায় কোনো ভোট হয়নি। সকাল থেকেই ভোট চুরির মহোৎসব হয়েছে। যে নির্বাচন এখানে হয়েছে তা নজীরবিহীন। রিটার্নিং অফিসার অসহায় হয়ে আমাকে বলেছেন, তিনি কি করতে পারেন।’

সর্বশেষ খবর