রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত, ধর্মঘট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে চার ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় শনিবার থেকে ওই হাসপাতালে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন— রাজন, সবুজ, সজীব ও নাজমুল।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকার সবুজ তার বন্ধু সজীব, নাজমুল ও রাজনকে নিয়ে চিকিত্সার জন্য হাসপাতালে আসেন। এ সময় তারা এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ জানাতে এসে তাদের হাতে লাঞ্ছিত হন চার ইন্টার্ন চিকিৎসক। কুমিল্লা মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক এবিএম খুরশীদ আলম জানান, চিকিৎসকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. বাছেদ আহমেদ সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

সর্বশেষ খবর