শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনের পর ফের আত্মগোপনে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নির্বাচনের পর ফের আত্মগোপনে

নির্বাচনের পর আবারও আত্মগোপনে চলে গেছেন সদ্য নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম। গত মঙ্গলবার দায়ের করা একটি মামলার পর পুলিশ তাকে খুঁজতে গিয়ে এ তথ্য পেয়েছে। গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা জানান, নির্বাচনে জয়লাভের পর গত ৫ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার আড্ডা নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌর জামায়াতের আমির মুখলেসুর রহমানসহ চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। এ সংবাদ পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৬টি ককটেল ও নিজামীর মুক্তির লিফলেটসহ গ্রেফতার করা হয় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার জামায়াত নেতা মাহিদুল ইসলামকে। পরে জামায়াত নেতা মাহিদুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে ওই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমানসহ জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা হয়। উল্লেখ্য, নজরুল ইসলামের বিরুদ্ধে আরও ১৭টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর