শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খালের ওপর সীমানা প্রাচীর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শতবর্ষী কাশর খালের ওপর সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। খাল ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে তাদের স্থায়ী জলাবদ্ধতার মুখে পড়তে হবে। এতে তীব্র জনঅসন্তোষ সৃষ্টি হলে গতকাল ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। তিনি খালটিকে উন্মুক্ত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেন। ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান বলেন, ‘কারাগারের সীমানা অনুযায়ীই কার্যাদেশ দেওয়া হয়েছে। অনিবার্য কারণবশত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।’ একই বিষয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল জলিল জানান, ‘এ খাল কেন্দ্রীয় কারাগারের নামে রেকর্ডেড।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর