শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বসতবাড়িতে হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির গৃহকর্মীকে লাঠিপেটা করা হয়। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকার জহিরুল ইসলামের বাড়িঘরে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করে ও লুটপাট চালায়। লাঠিপেটা করে জহিরুল ইসলামের স্ত্রী নাজমা বেগমকে লাঠিপেটা করে সন্ত্রাসীরা। নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  —রূপগঞ্জ প্রতিনিধি

রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

রংপুরে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছে। জিলা স্কুল মোড়ে গতকাল সকালে ম্যুরালটি উন্মোচন করেন জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই স্থায়ীভাবে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক,রংপুর

প্রতিবাদ সমাবেশ

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুল হক চিশতির বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। গতকাল দুপুরে স্থানীয় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ইউনিটের কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম, হারুন অর রশীদসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা।

—ময়মনসিংহ প্রতিনিধি

৩০ আইনজীবীকে সম্মাননা

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির আয়োজনে জেলার ৩০ জ্যৈষ্ঠ আইনজীবীকে গতকাল বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলয়নায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. শম হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ মোহাম্মাদ শওকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, আব্দুল মতিন, লুত্ফর রহমান, নাসিমা আক্তার প্রমুখ।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

তিন আসামি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ ও বিএনপি নেতা মিন্টু হত্যা মামলার তিন আসামিকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। তারা হল— বিশুদেব, বিষ্ণুপদ ও আকবর আলী। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ২৮ ডিসেম্বর কালীগঞ্জের রায়গ্রামের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ২৯ ডিসেম্বর সুবর্ণাসরা গ্রামের মাঠে বিএনপি নেতা মিন্টু বিশ্বাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। —ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর