শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

২০১৭ সালের মধ্যে কেউ বিদ্যুত্ ছাড়া থাকবে না

------------------------ মির্জা আজম

মাদারগঞ্জ প্রতিনিধি

২০১৭ সালের মধ্যে কেউ বিদ্যুত্ ছাড়া থাকবে না। শেখ হাসিনার সরকার বর্তমানে ১৩ হাজার  মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে সক্ষম হয়েছে। সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। সেই সঙ্গে শহর থেকে গ্রাম পর্যায়ে উন্নয়ন করে যাচ্ছে। মা ও শিশু কেন্দ্রের মধ্য দিয়ে আজ মাদারগঞ্জ গাবেরগ্রাম আলোকিত হলো।

শুক্রবার মাদারগঞ্জ গাবেরগ্রামে এক একর জমির ওপর নির্মিত আধুনিক তিন তলাবিশিষ্ট ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও আবাসিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে। নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বাবু নিরঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী ইকবাল, আওয়ামী লীগ সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, প. প. পরিদর্শক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর