মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মোহনগঞ্জে সংঘর্ষে দুই কাউন্সিলর গুলিবিদ্ধ

নেত্রকোনা প্রতিনিধি

ট্রেনের আসনে বসা নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে গতকাল দুইদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধি হয়েছেন দুই কাউন্সিলর। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোহনগঞ্জ স্টেশনে ট্রেনের আসনে বসাকে কেন্দ  করে বিরামপুর গ্রামের বাবুল মাস্টারের ছেলে পিয়াসের সঙ্গে নওহাল গ্রামের শাহ আলমের ছেলে রকির বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে বিরামপুরের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে স্টেশন এলাকায় নওহাল গ্রামের হুমায়ূন ও রকির উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে নওহাল গ্রামের লোকজনও বিরামপুরে মানুষের উপর পাল্টা হামলা করে। এভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬৫ রাউন্ড শর্ট গানের রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সংঘর্ষ থামাতে আসা পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল মজিদ ও ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান ওরফে হীরা মিয়া। মোগনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি পরে কথা বলবেন বলে জানান। পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনা বলেন, সংঘর্ষ থামাতে পুলিশের টিম দুদিকে ভাগ হয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। দুজনের হাতে গুলি লাগলেও আঘাত গুরুতর নয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্বনাথে সংঘর্ষে একজন নিহত : সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার সকালে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জহুর আলী (৩৫)।

সর্বশেষ খবর