বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি : সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থার কারণে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, সরকার পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়ন করেনি। ফলে পরিষদগুলো যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। তাই বাধাগ্রস্ত হচ্ছে পার্বত্যাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাও। গতকাল রাঙামাটিতে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, ঢাকা নারীপক্ষের সদস্য শামছুন নেসা ও ডা. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর