সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

প্রাণ গেল আরও একজনের

গাজীপুর প্রতিনিধি

প্রাণ গেল আরও একজনের

গাজীপুরের পুবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল কাদের (৬০)। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন। এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় নিহত অন্য পাঁচজন হলেন— খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), মাদারীপুর সদরের খামারবাড়ি এলাকার সোবহান তালুকদারের ছেলে আলহাজ (২৩), গাজীপুরের বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকা জেবুন্নেসা ডলি (৩০), তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের দিলোয়ার হোসেনের স্ত্রী, কারখানার নিরাপত্তাকর্মী স্থানীয় বসুগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে সেলিম মোল্লা (৪৫), মাদারীপুরের ডাসার থানার ভাগুরিয়ার আ. রাজ্জাকের ছেলে কাওসার বিশ্বাস (৩৪)। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। এদিকে কারখানার মালিক পুবাইলের বসুগাঁও এলাকার ইমান উদ্দিন ঘটনার পর থেকে লাপাত্তা। অপরদিকে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, বিকাল পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল জেলা প্রশাসক এস এম আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ  থেকে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের  নেতৃত্বে কমিটির অন্য সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় পরিবেশ অধিদফতরের গাজীপুরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা উপস্থিত ছিলেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সোনিয়া সুলতানা জানান, ইতিপূর্বে এ কারখানাটিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত পূরণ করতে বলা হয়। ১৯ জানুয়ারি কারখানা পরিদর্শন করতে এসে দেখা গেছে ওইসব শর্তপূরণ হয়নি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়ই  এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছিলেন। বয়লারটি বিস্ফোরণের পর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কারখানার প্রাচীর ভেঙে বয়লারটি পেছনের দিকে সরে গেছে। সামনের দিকের অংশ উড়ে কারখানার চাল ও অন্যান্য অংশ কয়েকশ’ ফুট দূরে ছিটকে পড়ে এবং গাছে আটকে আছে। উল্লেখ্য, শনিবার পুবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানার পাশ্ববর্তী জয়দেবপুর-পুবাইল সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশার যাত্রী স্কুল শিক্ষিকাসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অগ্নিদগ্ধ হয় আরও তিনজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর