সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

তিন জেলায় পাঁচজনের মৃত্যু

কমেনি শীতের প্রকোপ

প্রতিদিন ডেস্ক

কয়েক দিন ধরে প্রবাহিত হিমেল হাওয়া আর ঘনকুয়াশা অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন স্থানে। কোনো কোনো জেলায় গতকালও দেখা মেলেনি সূর্যের। ফলে দুর্ভোগের পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করেছে শীতজনিত নানা রোগ। এসব রোগে শুক্রবার রাত থেকে ভোলা, রাজশাহী ও লালমনিরহাটি পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ভোলা : জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগে অসুস্থদের ভিড়। হাড়কাঁপানো শীতে গত দুদিনে মনপুরা উপজেলায় মৃত্যু হয়েছে তিনজনের। এদের মধ্যে সিরাজুল হক (৮৫) ও নুরুল হক (৭০) শনিবার ভোরে এবং অভিনাশ নন্দি (৮৮) গতকাল মারা যান।। ভোলা আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এই মৌসুমে ভোলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি। রাজশাহী : রাজশাহীতে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, এটি এ মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে বাগমারায় ঠাণ্ডাজনিত কারণে শুক্রবার রাতে সাম নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দেউলিয়া গ্রামের বুলবুলের ছেলে। লালমনিরহাট : জেলায় গতকালও সারাদিন দেখা মেলেনি সূর্যের। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। সদর হাসপাতালের ডা. নুরুজ্জামান আহমেদ জানান, কোল্ড ডায়রিয়ায় শনিবার রাতে হামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুলাঘাট গ্রামের ওসমান আলীর ছেলে। নওগাঁ : ঘনকুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহে জেলার শ্রমজীবী ও দিনমজুর মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কাজ করতে না পারায় অর্ধাহার-অনাহারে দিন কাটছে তাদের। শীতে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধরা। চুয়াডাঙ্গা : শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই তাদের যেতে হচ্ছে দিনমজুরের কাজ করতে। সদর হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা জানান, গত ৩-৪ দিন শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। কুমিল্লা : তীব্র শীতে বিপর্যস্ত কুমিল্লার জনজীবন। কষ্টের শেষ নেই খেটে খাওয়া মানুষের। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। আমতলী : বরগুনার আমতলীতে ডায়েরিয়া ও নিউমোনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। গত এক মাসে এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন।

সর্বশেষ খবর