সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
জীবননগরে জোড়া খুন

২০ আসামির আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে বোমা হামলায় জোড়া খুন মামলার ২০ আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রবিবার দুপুরে তারা চুয়াডাঙ্গার জীবননগর আমলী আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকৃত আসামিরা হলেন- ইলিয়াস হোসেন, কাওসার আলী, জহির উদ্দিন, আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, জামাত আলী, বাশার আলী, সামসুল হক, মিলন, ফজের আলী, আব্দুল মালেক, ফজলু, সামসুল, আবুল কাশেম, আশা, ভুট্টো, নজু, আনিছুর রহমান, আব্দুল হালিম ও আব্দুল। প্রসঙ্গত, চার বছর আগে থেকে গঙ্গাদাসপুর গ্রামের ১১৬ বিঘা জমি নিয়ে গ্রামের ভূমিহীনদের সঙ্গে প্রভাবশালীদের বিরোধ চলে আসছিলো। গত ৪ জানুয়ারি রাতে গঙ্গাদাসপুর গ্রামের একটি চায়ের দোকানে বোমা হামলার ঘটনায় গ্রামের ভূমিহীন পক্ষের মোহাম্মদ আলী ও শাহাবুদ্দিন নামে দুই ব্যক্তি মারা যান।

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন জামায়াত শিবির কর্মী রয়েছে। শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শনিবার রাতে পরিচালিত অভিযানে পরোয়ানাভুক্ত ৬৪, জামায়াত কর্মী ৩ এবং নিয়মিত মামলার ২১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন জনের কাছ থেকে ইয়াবা, চোলাই মদ উদ্ধার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর