শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে প্রায় অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র্যাব। শহরের খঞ্জনপুর এলাকার ক্যাডেট কলেজ মোড় থেকে বৃহস্পতিবার রাতে সালমা পরিবহন নামে যাত্রীবাহী একটি নৈশকোচ থেকে প্রায় এক কেজি হেরোইনসহ কোচের সুপারভাইজার আবদুল হামিদ সরকারকে (৩৫) আটক করেছে র্যাব। আবদুল হামিদ সরকার নওগাঁর ধামইরহাট উপজেলার বাদলচান্দ গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, ভারত থেকে অবৈধ পথে আনা হেরোইনের প্যাকেটগুলো সালমা পরিবহনযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা গত রাতে ওই নৈশকোচে তল্লাশি চালিয়ে হেরোইনসহ সুপারভাইজারকে আটক করে। পরে আটককৃত হেরোইনসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, এ ব্যাপারে গতকাল দুপুরে জয়পুরহাট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলেও তিনি জানান। নৈশকোচ সালমা এন্টারপ্রাইজের মালিক আরাফাত ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর