শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

গাইবান্ধা ও ঠাকুরগাঁও

গাইবান্ধা ও ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈলে কুলিক নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিলের ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিল তার বাড়ির পশ্চিমে কুলিক নদীতে গরু গোসল করাতে যায়। এ সময় তার দুই ছেলে নান্নু (১৩) ও নাহিদ (১১) তার অজান্তে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।  এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পূর্ব দইহারা গ্রামে গতকাল শুক্রবার বিকালে পকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।  তারা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহিশমুড়ি গ্রামের আবু রায়হানের ছেলে নাছির (৫) ও সামির (৪)। স্থানীয়রা জানান, নাছির ও সামির মা হালিমা বেগমের সঙ্গে মামা বাড়ি পূর্ব দইহারা গ্রামে থাকতেন। বিকালে দুই ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ করে সামির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচতে গিয়ে নাছিরও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের লাশ উদ্ধার করে। বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশুতোষ সরকার দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর