শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
চাঞ্চল্যকর সালমান হত্যা

কোথায় সেই তিন লাখ টাকা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ

বিশ্বনাথে চাঞ্চল্যকর সালমান হত্যার অন্যতম মোটিভ  সেই তিন লাখ টাকার কোনো হদিস মিলছে না। সালমান হত্যার আগের দিন আত্মসাতের উদ্দেশ্যে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে দিয়ে ওই টাকা উঠানো হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পরদিন সকালেই পাওয়া যায় সালমানের লাশ। তাহলে কী টাকা আত্মসাতের সাক্ষী মুছে ফেলতে সালমান খুন? কারা সালমানকে ব্যবহার করে উঠিয়ে নিয়েছিল টাকা তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বিরের সৎ ভাই ফখরুল ইসলাম যুক্তরাজ্য থেকে গত বছরের ২৭ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক বিশ্বনাথ শাখায় তার নিজ অ্যাকাউন্টে ৫ লাখ টাকা জমা করেন। জমা হওয়ার তিন ঘণ্টার মধ্যেই ৩ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে হাজির হয় ওই মাদ্রাসার ছাত্র সালমান (১৭)। অ্যাকাউন্ট হোল্ডার নিজে এই চেক দিয়েছেন কি না? তা নিশ্চিত করতে ব্যাংক থেকে ফোন করা হয় অ্যাকাউন্ট ফরমে দেওয়া মোবাইল নম্বরে। ওই নম্বর দেশে ব্যবহার করছিল অন্য কেউ। অপর প্রান্ত থেকে ফখরুল সেজে টাকা দিয়ে দিতে বলা হয়। ব্যাংক টাকা তুলে দেয় সালমানের হাতে। এদিকে যুক্তরাজ্য থেকে টাকা জমার খবর নিতে গিয়ে ফখরুল জানতে পারেন কে বা কারা তার অব্যবহূত একটি চেক ব্যবহার করে তিন লাখ টাকা নিয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রাতে খুন হন মাদানিয়া মাদ্রাসার ছাত্র সালমান আহমদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর