শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘মন্ত্রী-এমপিদের বেতন বাড়লে শ্রমিকের কেন নয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-স্পিকার-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যদি বাড়ে তাহলে শ্রমিকদের বেতন কেন বাড়বে না? শ্রমিকদেরও বাসাভাড়া দিতে হয়। জিনিসপত্র কিনে খেতে হয়। পে-স্কেলে বিরাট বৈষম্য করা হয়েছে। সরকারি পে-স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ১৩ হাজার ৮০০ টাকা। আর সর্বোচ্চ দেড় লাখেরও বেশি। অথচ তারা একই বাজার থেকে জিনিস কিনবেন। এত বৈষম্য সত্ত্বেও সরকার স্বীকার করেছে সর্বনিম্ন বেতন হবে ১৩ হাজার ৮০০। তাহলে শ্রমিকদের ক্ষেত্রে বেতন কত হওয়া উচিত? গতকাল বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, কবির হোসেন, সোহাগ, নূর হোসেন, শাওন প্রমুখ।

সর্বশেষ খবর