বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাটে ৩ হত্যা

কলাপাড়ায় নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ। ফরিদপুরে খুন হয়েছেন এক গৃহবধূ। এছাড়া পাবনা, গাজীপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও নওগাঁয় উদ্ধার করা হয়েছে পাঁচজনের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল সকালে উপজেলার চরশিবপুর গ্রামের আমান মিয়া (৫০) মেঘনা নদীতে মাছ ধরার সময় অপর জেলে এবাইদুলার বাকবিতণ্ডা হয়। একপর‌্যায়ে এবাইদুলা নৌকার বৈঠা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আমানের মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার বিকালে আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে মোশারফ হোসেন  (৫৫) নামে একজনকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ। বাগেরহাট : মোরেলগঞ্জে হামেদ দরানী (৬৫) নামে এক মাদ্রাসা কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামেদ দরানী ওই গ্রামের নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী ছিলেন। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর প্রথম শ্রেণীর ছাত্র গাজী মাহিয়ান তাছিনের (৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের রহমতপুর এলাকার একটি পুকুর পাড় থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাছিন পৌর শহরের মজিবর রহমানের ছেলে। ফরিদপুর : সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামে শারমিন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পাবনা : পাবনায় এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী রুমানা আকতার রুমীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এছাড়া গাজীপুরের পূবাইলে গতকাল হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির, নীলফামারীর কিশোরগঞ্জে কাঁচামাল ব্যবসায়ী খবের আলীর, নওগাঁর মান্দায় মমতাজ উদ্দিন নামে এক যুবকের এবং কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পিপড়া ঘাট এলাকা থেকে সুচিত্রা রায় নামে দশম শ্রেণির এক ছাত্রীর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। এদের মৃত্যুর কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর