বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের ভিন্নধর্মী আয়োজন

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজনে শেষ হয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা। এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ এবং গ্যাস ব্যবহার বিষয়ক জনসচেতনতা তৈরির উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির আওতায় ফরিদপুরে গতকাল দিনব্যাপী এ কর্মশলা হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএলপিজিএল ও এসআইসিএল জিএম (সেলস) মীর টিআই ফারুক। অংশ নেন হাবিবুর রহমান, আরিফ সিদ্দিক, আতিকুর রহমান খান প্রমুখ।

রাজশাহী ও পাবনায় টিস্যুর ট্রেড স্কিম : বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কীম সাফল্য উদযাপন উপলক্ষে গত রাতে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলের মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. মাসুদুজ্জামান। ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমএম নাজমুল হাসান, এমদাদুল হক, ওহিদুল ইসলাম প্রমুখ। এদিকে ‘সমৃদ্ধির পথে চলি একসাথে’— শ্লোগান সামনে রেখে বসুন্ধারা টিস্যুর বার্ষিক ট্রেড স্কিম-২০১৫ এর সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে পাবনায়। গতকাল দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলার শতাধিক ব্যবসায়ী অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক মাসুদুজ্জামান। ইমদাদুল হক, শহিদুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর