বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

৪২ শিক্ষা প্রতিষ্ঠান অর্থ ফেরতের জবাব দেয়নি

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয় ও দিনাজপুর শিক্ষা বোর্ডের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরতের ব্যাপারে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। ৪২টি প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক জানান, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সময়সীমা ৮ ফেব্রুয়ারির মধ্যে ১৯৫টির মধ্যে ১৫৩টি স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ বোর্ডে লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। ৪২টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেননি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ খবর