সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চাঁদা না পেয়ে কৃষক অপহরণ চারদিনেও খোঁজ নেই

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তারা তুলে নেয় গৃহকর্তা কৃষক নুর হোসেন দেওয়ানকে। উপজেলার উত্তর চর আবাবিল গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর চার তিন পার হলেও গতকাল পর্যন্ত নূর হোসেনের খোঁজ মেলেনি। চরম আতঙ্কে রয়েছে পরিবারটি। শনিবার বিকালে স্বামীর সন্ধান ও দোষীদের বিচার দাবি জানিয়েছেন স্ত্রী নার্গিস বেগম। কোস্টগার্ড সদস্য পরিচয়ে হামলা চালানো হয়েছিল বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। তবে স্থানীয় কোস্টগার্ড অভিযোগ অস্বীকার করে এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সদস্য জড়িত নন বলে জানান। এলাকাবাসী জানান, উত্তর চর আবাবিল গ্রামের দেওয়ান বাড়ির কৃষক নুর হোসেনের কাছে কুচিয়ামারা গ্রামের মনোহর আলীসহ কয়েকজন ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার সকালে ওই টাকা চেয়ে না পেয়ে দুপুরে তারা কোস্টগার্ড সদস্য পরিচয়ে ওই বাড়িতে হামলা চালায়। ভাঙচুর লুটপাট করে নুর হোসেন ও তাঁর ভাই জাফর দেওয়ানের বসতঘরে। তারা নুর হোসেনকে মারধর করে তুলে নিয়ে যায়। রায়পুর থানার ওসি (তদন্ত) জানান, নিখোঁজ কিংবা ভাঙচুরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

সর্বশেষ খবর