সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সর্বস্তরে বাংলা চালুর দাবিতে মাতৃভাষা দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

সর্বস্তরে বাংলা চালুর দাবিতে মাতৃভাষা দিবস পালিত

এবারের একুশের কর্মসূচিতে সর্বস্তরে রাষ্ট্রভাষা বাংলা চালুর দাবিটি প্রাধান্য পেয়েছে। প্রভাতফেরি, মিছিল, স্লোগান, পোস্টার-ফেস্টুন-আলপনাসহ আলোচনা ও অন্যান্য কর্মসূচিতেও এ দাবি উঠেছে। বিভিন্ন স্থান থকে আমাদের নিজস্ব প্রতিনিধি ও প্রতিবেদকদের সংবাদ—

কিশোরগঞ্জ : এবারের শহীদ দিবসে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি উত্থাপিত হয়েছে বিভিন্ন মহল থেকে। রাত ১২টার পর গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে মানুষের ঢল নামে। জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, মেডিকেল অ্যাসোসিয়েশন, প্রেসক্লাব, পৌরসভা, জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। কুমিল্লা : কুমিল্লায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম, দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, কলেজ অধ্যক্ষ ডা. মো. মুহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান প্রমুখ। সকালে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। বিকালে নগর উদ্যানের জামতলায় একুশ নিয়ে আয়োজিত তিন নদী পরিষদের ২১ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীর আয়োজন করা হয়। এদিকে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে গতকাল নার্সারি থেকে দশম শ্রেণির ৬০০ শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। মানিকগঞ্জ : ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিক উদ্দিনের জন্মস্থান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিকনগরে ৬৩ পর নির্মিত শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদদের। এদিকে মানিকগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিমূলে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস ছালাম, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর এবং পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম পুষ্পস্তবক অর্পণ করেন। মুন্সীগঞ্জ : কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনিছুজ্জামান আনিছসহ সর্বস্তরের মানুষ। সুনামগঞ্জ : শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, জেলা বিএনপি আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ। চুয়াডাঙ্গা : একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার এমপি, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, সাংবাদিক সমিতির সভাপতি মানিক আকবর প্রমুখ। ফেনী : দীর্ঘ ৬৩ বছরে ভাষাশহীদ সালামের কবর শনাক্ত না হওয়ায় ক্ষোভের মধ্য দিয়ে ফেনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে শহীদ সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে হাজারো মানুষের ঢল নামে। গতকাল সকাল ১০টায় তার ভাই আবদুল করিম, জেলা প্রশাসক আমিন উল আহসান বাড়ির সামনে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে একুশের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফেনী প্রেসক্লাব, ফেনী সরকারি কলেজ, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। নীলফামারী : কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সারিবদ্ধভাবে একে একে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জাকির  হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। সিরাজগঞ্জ : শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম সেলিনা বেগম স্বপ্না, সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিত্সক, ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে ইবি রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আবদুল জব্বার বাবু ও ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ঝিনাইদহ :  ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও পুলিশ সুপার আলতাফ হোসেন, ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আবদুল ওয়াহেদ জোয়ার্দার ও জেলা জাতীয় পার্টির সভাপতি ড. এম হারুন অর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ :  দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মো. বশির আহম্মদের নেতৃত্বে পুলিশ প্রশাসন পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

গাজীপুর : দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার  মোহাম্মদ হারুন অর রশীদ। এরপর গাজীপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি ও শহীদ বরকতের পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ‘করেন। বিভিন্ন সংগঠনের পদচারণায় গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। লক্ষ্মীপুর : ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা। পরে পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাগুরা : জেলা প্রশাসক মাহাবুবর রহমানের নেতৃত্বে গতকাল সকাল ৭টায় বের হয় প্রভাতফেরি। এ ছাড়া জেলা শিল্পকলার আয়োজনে আবৃত্তি, শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে এ উপলক্ষে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ৫ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও ছাত্র-ছাত্রীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজবাড়ী : দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। সকালে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরি করে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।  নোয়াখালী : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা আওয়ামী লীগ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ। এরপর নোয়াখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর ইউসুফ ও সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি, পক্ষে জেলা বি জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাসদ (মার্কসবাদী), জাসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। নওগাঁ : জেলা প্রশাসক ড. আমিনুর রহমান মুক্তির মোড়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলার অতিরিক্তি পুলিশ সুপার, সিভিল সার্জন, নওগাঁ পৌর মেয়র, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, জেলা প্রেসক্লাবের নেতারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের শ্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শত শত মানুষ নগ্ন পায়ে বুকে শোকের প্রতীক কালো ব্যাজ লাগিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে আসেন। মেহেরপুর : শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ অন্যরা। ডুয়েট : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ‘শহীদ দিবসের চেতনা তুলে ধরে’  শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। বারি : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শহীদ মিনার চত্বরে ভাষা দিবস উদযাপন করা হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম, পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), রূপগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। গতকাল সকালে তারাব পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌরসভার মেয়র হাসিনা গাজী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। টঙ্গী : টঙ্গীর স্টেশনরোড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল রাত ১২টা ১ মিনিটে ভিড় জমায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, অ্যাড. আজমত উল্লাহ খান, সিটি মেয়র আসাদুর রহমান কিরণ, সহকারী পুলিশ সুপার গোলাম সবুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি, টঙ্গী থানা প্রেসক্লাব সদস্যবৃন্দসহ বেশকিছু সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ খবর