সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল : গতকাল মির্জাপুর উপজেলার আটিয়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ডের উদ্যোগে ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এতে সহযোগিতা করেন শিল্পপতি সুলতানুল আলম। উপস্থিত ছিলেন, খন্দকার জাহাঙ্গীর কবীর, শামীম খান, ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ। মুন্সীগঞ্জ : ইউনাইটেড হাসপাতালের উদ্যোগে লৌহজং উপজেলার শামুরবাড়ি ইউনুছ খান-মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে গতকাল ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এতে অংশ নেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, ডা. সৌমেন বসু, ডা. রশিদ-উন-নবী, ডা. ফাতেমা বেগম, প্রফেসর মজিবুল হক, ডা. তানভীর বিন লতিফ, ডা. নাসিম মাহমুদ, ডা. মশিউর রহমান, ডা. জনি মোছাম্মত্, ডা. জাহিদ হাসান প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুর পৌরসভার মাওনা প্রশিকা মোড়ে এসেন্স অব সোশ্যাল রেসপন্সিবিলিটির (ইএস আর) কার্যালয়ে গতকাল পাঁচ শতাধিক শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসেন্স অব সোশ্যাল রেসপন্সিবিলিটি (ইএসআর) ও এসএম নিট ওয়্যারের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বাউফল (পটুয়াখালী) : বাউফলে প্রস্তাবিত হোগলা হাজী আলাউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল মাঠে দিনব্যাপী ১ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও গুণীজনদের সবর্ধনা দেওয়া হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর সাব্বির। বিশেষ অতিথি ছিলেন, হায়দার আলী। অনুষ্ঠানে স্মারক গ্রহণ করেন, সাংবাদিক এমরান হাসান সোহেল, আবদুস ছালাম আরিফ, এম. নাজিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, শিক্ষক খালেদুজ্জামান ফোরকান, নুরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ মিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সর্বশেষ খবর